আর্জি! ভরা অক্টোবরে নাশপাতি-সরষেতে ফুল, কাশ্মীরি কৃষকদের মাথায় হাত কেন? – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
শ্রীনগর। ভরা শরতেই নাশপাতি ও সরষে গাছে ফুল ফোটায় চরম দুশ্চিন্তায় কাশ্মীরি কৃষকরা। এপ্রিলের ফুল অক্টোবরে ফুটলেও ফসলের আশা করছেন না কেউই। চাষিদের আশঙ্কা, আসাময়ের এই ফুল প্রকৃত ফসলের উপর প্রভাব ফেলতে পারে। উষ্ণতা বৃদ্ধি ও বৃষ্টির কারণে এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা।