১২ রাজ্যে ভোট সংশোধনী শুরু, ভোটার তালিকায় নাম রাখতে কী কী নথি মাস্ট? জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি মঙ্গলবার থেকে শুরু হয়েছে, যা আগামী বছর তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো বিরোধী-শাসিত রাজ্যগুলিতে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা যাচাই ও ত্রুটিমুক্ত করার জন্য অপরিহার্য। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ায় প্রতিটি ভোটারের কাছে ‘Unique Enumeration Form’ নামে একটি বিশেষ ফর্ম পৌঁছানো হবে, যাতে বর্তমান ভোটার তালিকার প্রয়োজনীয় তথ্য থাকবে।
এই সংশোধনী প্রক্রিয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখা আবশ্যক। ভোটারদের নাম অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য আধার কার্ড, পাসপোর্ট, জন্ম শংসাপত্র, স্থায়ী আবাসিক শংসাপত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকার/পিএসইউ-এর পরিচয়পত্র/পেনশন পেমেন্ট অর্ডার, এবং স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত শংসাপত্র সহ একাধিক নথি গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য, এর আগে বিহারে পরিচালিত একই ধরনের এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক বাদ পড়ার আশঙ্কায় আইনি জটিলতা তৈরি হয়েছিল, যেখানে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল।