বিশ্ব সমুদ্র মঞ্চে ভারতের নেতৃত্ব, গ্লোবাল সিইও ফোরামের পৌরোহিত্য করবেন মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বইয়ে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’-এর মেরিটাইম লিডার্স কনক্লেভে যোগ দেবেন এবং ‘গ্লোবাল মেরিটাইম সিইও ফোরাম’-এর পৌরোহিত্য করবেন। এই আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের শীর্ষস্থানীয় সামুদ্রিক সংস্থার প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (CEO), বড় বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক অংশীদাররা একত্রিত হবেন। সামুদ্রিক উন্নয়ন এবং শক্তিশালী সরবরাহ শৃঙ্খল (supply chain) নিয়ে আলোচনা করাই এই গুরুত্বপূর্ণ ফোরামের প্রধান লক্ষ্য।

ভারতের সামুদ্রিক খাতে বড় পরিবর্তনের লক্ষ্য নিয়ে এই আয়োজন। বিশ্বের ৮০টিরও বেশি দেশের এক লক্ষেরও বেশি প্রতিনিধি, ৫০০-এরও বেশি প্রদর্শক এবং ৩৫০-এর বেশি আন্তর্জাতিক বক্তার অংশগ্রহণে এই সম্মেলনটি বৈশ্বিক সমুদ্র অর্থনীতিতে ভারতের কৌশলগত অবস্থান তুলে ধরবে। ফোরামের সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী নীল অর্থনীতি (Blue Economy) এবং মেরিটাইম অমৃত কাল ভিশন ২০৪৭-এর লক্ষ্য পূরণে ভারতের গভীর অঙ্গীকার ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *