১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সুপ্রিম ধাক্কা বিজেপির, অভিষেকের হুঙ্কার – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
১০০ দিনের কাজের বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আসতেই উচ্ছ্বসিত তৃণমূল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটিকে ‘বাংলা-বিরোধী বহিরাগতদের আরও একটি শোচনীয় পরাজয়’ বলে অভিহিত করেছেন। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ভোটে হারার পর আদালতে হারল, এই রায় ‘গণতান্ত্রিক চপেটাঘাত’। পাওনা পরিশোধ না হলে দিল্লিতে ফের মেগা ধরনার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। যদিও বিজেপি দুর্নীতির অভিযোগ তুলেছে।