ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারে মারাত্মক ভুল! ভুলেও এই ২ কাজ করবেন না, জানুন সঠিক কৌশল – এবেলা

এবেলা ডেস্কঃ

স্মার্টফোন বা ট্যাবের মতো উন্নত প্রযুক্তিনির্ভর ডিভাইসের সর্বোচ্চ কর্মক্ষমতা বজায় রাখতে চার্জিং পোর্ট পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ইউএসবি পোর্টের ভিতরে ধুলো, ময়লা বা লিন্ট জমে গেলে ডিভাইসের পারফরম্যান্স কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কাও থাকে। তবে প্রযুক্তি পরিষেবা সংস্থা অ্যাসুরিয়ন (Asurion) সতর্ক করেছে যে, পোর্ট পরিষ্কারের সময় দুটি মারাত্মক ভুল এড়িয়ে চলতে হবে। প্রথমত, সেফটি পিন বা আলপিনের মতো ধাতব বস্তু ব্যবহার করা উচিত নয়, কারণ এতে পোর্টের অভ্যন্তরীণ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, মুখে ফুঁ দিয়ে ময়লা ওড়ানোর চেষ্টা বিপদজনক; নিঃশ্বাসের আর্দ্রতা (Moisture) ভেতরে ঢুকে জং বা মরিচা সৃষ্টি করে ডিভাইসের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে।

এই ভুলগুলো এড়িয়ে চলতে অ্যাসুরিয়ন নিরাপদ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে। প্রথমে ডিভাইস বন্ধ করে ভালোভাবে পোর্টটি পর্যবেক্ষণ করুন। এরপর বাল্ব সিরিঞ্জ বা কমপ্রেসড এয়ার ব্যবহার করে আলতো করে বাতাস দিন এবং একটি টুথপিক বা কটন সোয়াব দিয়ে অত্যন্ত সতর্কভাবে আলগা ময়লা বের করে আনুন। অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সবশেষে, আবারও বাতাস দিয়ে অবশিষ্ট ধুলো উড়িয়ে দিন। এই প্রক্রিয়া অনুসরণ করার পরেও যদি চার্জিং সমস্যা বজায় থাকে বা পোর্টের ভেতরে মরিচা দেখা যায়, তবে নিজে হাতে আর চেষ্টা না করে দ্রুত প্রযুক্তি বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *