ভোট বিভ্রাট এড়াতে আজ থেকে বাংলায় ‘SIR’ শুরু, তালিকায় আপনার নাম থাকবে তো? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত এই প্রক্রিয়ায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ পর্ব চলবে। ভোটদাতাদের নির্ভুল তালিকা তৈরি করাই এই নিবিড় সংশোধনীর প্রধান লক্ষ্য। এর মাধ্যমে মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে সমস্ত যোগ্য নাগরিকের নাম অন্তর্ভুক্ত করা হবে।
আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ করবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। এই কাজের ভিত্তিতে ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকার বিরুদ্ধে অভিযোগ ও আবেদন জানানো যাবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি, ২০২৬ সাল পর্যন্ত। সেই অভিযোগ যাচাইয়ের কাজ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। সবশেষে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি।