বলিউডে ‘ব্ল্যাক ওয়াটার’-এর ক্রেজ, অভিনেত্রী জানালেন অদ্ভুত কারণ – এবেলা

এবেলা ডেস্কঃ
বলিউডে এখন ‘কালো জল’ (Black Water) পানের হিড়িক। ফিটনেস সচেতন তারকাদের মধ্যে এই বিশেষ পানীয়টির চল বেড়েছে। দাবি করা হয়, এই জল পান করলে শরীর বিষমুক্ত হয়, শরীরে পিএইচ (PH) ভারসাম্য বজায় থাকে এবং শক্তি বৃদ্ধি পায়। আসলে ফুলভিক মিনারেল নামক প্রাকৃতিক খনিজ মেশানোর ফলে জলের রঙ কালো দেখায়। এই ‘ব্ল্যাক ওয়াটার’ পানের ট্রেন্ডে যোগ দিয়েছেন অভিনেত্রী শেহনাজ গিলও। তবে এই দামি জল পান করার কারণ হিসেবে শেহনাজ যা জানিয়েছেন, তা শুনে অনেকেই অবাক হচ্ছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেহনাজ গিল স্পষ্ট করে দেন যে তিনি এই কালো জলের স্বাস্থ্য উপকারিতায় বিশ্বাসী নন। তিনি বলেন, “আমি সত্যিই মনে করি না যে এর কোনো উপকারিতা আছে। তবে যেহেতু এটির দাম অনেক, ₹১০০, ₹২০০ বা ₹৬০০-তেও পাওয়া যায়, তাই আমার মনে হয় শরীরে দামি কিছু যাচ্ছে। এই ভেবেই আমি পান করি।” শেহনাজের এই মন্তব্য বলিউডের তথাকথিত ফিটনেস ট্রেন্ড এবং তারকারা কেন এই ধরনের ব্যয়বহুল অভ্যাস গ্রহণ করেন, সেই বিষয়ে নতুন করে কৌতূহল জাগিয়েছে। শরীরের উপকারিতার চেয়েও ‘দামি কিছু গ্রহণ’-এর মানসিকতা এক্ষেত্রে মূল কারণ হয়ে উঠেছে।