১৪ ডিএম বদল কেন! নবান্নের মেগা রদবদলে কোপ কলকাতার কমিশনারেও – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
সোমবার ১৪ জন জেলাশাসক বা ডিএম-সহ মোট ৬৭ জন আইএএস এবং ৪৬০ জন ডব্লিউবিসিএস অফিসারকে একযোগে বদলি করল নবান্ন। রদবদলে নাম রয়েছে কালিম্পং, হুগলি, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং ও দুই ২৪ পরগনাসহ একাধিক জেলার। কলকাতার পুর কমিশনারও বদল হলেন, নতুন পদে এলেন সুমিত গুপ্ত।