কলকাতার বুকে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা! নেফ্রন হসপিটাল উদ্বোধন আজ – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
চিকিৎসা জগতে পরিচিত বিএমআরসি হসপিটালের নতুন শাখা ‘নেফ্রন হসপিটাল’ আজ মঙ্গলবার রাজারহাটের আনন্দকেশরী পাথরঘাটা পঞ্চায়েতে উদ্বোধন হচ্ছে। পলিক্লিনিক, ডায়াগনস্টিক, ওপিডি, ইমারজেন্সি সহ সমস্ত আধুনিক পরিষেবা মিলবে। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, অস্থি, মা ও শিশুদের জন্য বিশেষজ্ঞ পরামর্শ এবং কিডনি ট্রান্সপ্লান্টের মতো জটিল সার্জারির ব্যবস্থা থাকছে। উদ্বোধন উপলক্ষে আজ সকাল ৯টায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হবে।