২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট কে হবেন? ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে এল চাঞ্চল্যকর নাম! – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখনও বেশ দূরে, তবুও রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। এবার এই জল্পনায় বড় মোড় এনেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সাম্প্রতিক এক মন্তব্যে তিনি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মুখ খুলেছেন এবং রিপাবলিকান পার্টির কিছু গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ করেছেন, যাঁদের তিনি শক্তিশালী দাবিদার বলে মনে করেন।

ট্রাম্প জানিয়েছেন, উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং বিদেশ মন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট পদের জন্য অত্যন্ত শক্তিশালী দাবিদার হতে পারেন। ট্রাম্পের দাবি, ভ্যান্স এবং রুবিও যদি একসঙ্গে জুটি বাঁধেন, তবে তাঁদের আটকানো আসাম্ভব হয়ে দাঁড়াবে। তিনি জোর দিয়েই বলেছেন, “আমি সত্যিই এমনটাই মনে করি।”

অপরদিকে, ২০২৮ সালের নির্বাচনে উপরাষ্ট্রপতি পদের জন্য লড়ার জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি স্পষ্ট জানিয়েছেন, যদিও এমনটা করার অনুমতি তাঁর থাকতে পারে, তবুও তিনি এই পথে হাঁটবেন না। উপরাষ্ট্রপতি হওয়ার ভাবনাকে তিনি ‘খুবই মজাদার’ আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, “আমি এটাকে বাতিল করছি, কারণ মানুষ এটা পছন্দ করবে না। এটা সঠিক হবে না।”

তবে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনা তিনি সরাসরি বাতিল করেননি। এই প্রশ্নের জবাবে তিনি কৌতুকপূর্ণ ভঙ্গিতে বলেছেন, “আমি কি তা বাতিল করছি না? আপনাদেরই আমাকে বলতে হবে!” তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করার প্রশ্নে তাঁর উত্তর ছিল, “আমি এমনটা করতে পছন্দ করব। আমার এখনও পর্যন্ত রেকর্ড সবচেয়ে সেরা।”

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারেন না। কিছু বিশ্লেষক একটি সম্ভাব্য ‘ফাঁক’ বা ‘লুপহোল’-এর কথা বলেন, যেখানে ট্রাম্প উপরাষ্ট্রপতি পদে লড়তে পারেন এবং পরে প্রেসিডেন্ট পদপ্রার্থী ইস্তফা দিলে তিনি ফের প্রেসিডেন্ট হতে পারেন। তবে ট্রাম্প এই কৌশলটিকেও ‘খুব মিষ্টি কিন্তু অবাস্তব’ বলে নাকচ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *