কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মোদী সরকারের উপহার, নতুন প্রস্তাবে সবুজ সংকেত – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি এক বড় খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অবশেষে সায় দিয়েছে মোদী সরকার। এর ফলে লক্ষ লক্ষ কর্মচারী (Update for Employess) দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে এখন দারুণ উৎসাহের পরিবেশ। কিন্তু কী সেই সিদ্ধান্ত, যা রাতারাতি ভাগ্য বদলাতে চলেছে?
ঠিক কী সিদ্ধান্ত এল?
কেন্দ্রীয় কর্মচারীদের জন্য জাতীয় পেনশন ব্যবস্থা (NPS) এবং সমন্বিত পেনশন প্রকল্প (UPS)-এর আওতায় দুটি নতুন বিনিয়োগের বিকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিকল্প দুটি হলো—’লাইফ সাইকেল’ (Life Cycle) এবং ‘ব্যালান্সড লাইফ সাইকেল’ (Balanced Life Cycle)। অর্থ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, এই বিকল্পগুলি এনে অবসরকালীন পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা নিশ্চিত করা হলো। কর্মীরা এখন তাঁদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অবসরকালীন সঞ্চয়ের তহবিল পরিচালনা করতে পারবেন।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় কর্মীদের একটি প্রধান দাবি ছিল যে, অ-সরকারি কর্মীদের মতো তাঁদেরও পেনশন স্কিমগুলিতে আরও বেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হোক। সরকারের এই সিদ্ধান্ত সেই বহু প্রতীক্ষিত দাবিটিকেই পূরণ করল।
কোন দুটি বিকল্পে জোর দেওয়া হচ্ছে?
বর্তমানে এনপিএস এবং ইউপিএস-এর আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা কয়েকটি বিনিয়োগ বিকল্প বেছে নিতে পারেন। এর মধ্যে একটি হলো ডিফল্ট বিকল্প, যা পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA) দ্বারা সময়ে সময়ে সংজ্ঞায়িত করা হয়। আরেকটি বিকল্প হলো ‘স্কিম-জি’ (Scheme-G), যেখানে কম ঝুঁকি ও নিশ্চিত রিটার্নের জন্য সরকারি সিকিউরিটিতে ১০০ শতাংশ বিনিয়োগ করা হয়।
এখন এর সঙ্গে যুক্ত হলো ‘লাইফ সাইকেল’ এবং ‘ব্যালান্সড লাইফ সাইকেল’।
- লাইফ সাইকেল (LC-25): এই বিকল্পে সর্বোচ্চ ২৫ শতাংশ ইক্যুইটি বরাদ্দ থাকবে, যা ৩৫ বছর বয়স থেকে শুরু করে ৫৫ বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে কমতে থাকবে। এলসি-৫০ বিকল্পে সর্বোচ্চ ইক্যুইটি বরাদ্দ সঞ্চয়ের ৫০ শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
- ব্যালান্সড লাইফ সাইকেল (BLC): এটি এলসি-৫০-এরই একটি সংশোধিত সংস্করণ। এখানে ৪৫ বছর বয়স থেকে ইক্যুইটি বরাদ্দ কমতে থাকে, ফলে কর্মীরা দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটিতে বিনিয়োগ করতে পারেন।
এছাড়াও, এলসি-৭৫ বিকল্পটিও থাকবে, যেখানে সর্বোচ্চ ইক্যুইটি বরাদ্দ ৭৫ শতাংশ পর্যন্ত রাখা হবে এবং এটিও ৩৫ বছর থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত ক্রমান্বয়ে কমতে থাকবে।
জানানো প্রয়োজন, এনপিএস চালু হয়েছিল ২০০৪ সালে। অন্যদিকে, ইউপিএস-এর জন্য কেন্দ্রীয় সরকার ২০০৪ সালে অনুমোদন দিলেও, এটি কার্যকর হবে ২০২৫ সালের এপ্রিল মাস থেকে।