বিধানচন্দ্র রায়কে টপকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানচন্দ্র রায়ের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হিসেবে ১৪ বছর ১৫৯ দিন পদে ছিলেন। সোমবার সেই ঐতিহাসিক সংখ্যা অতিক্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ১৪ বছর ১৬০ দিন পূর্ণ করলেন।

রাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী পদে থাকার নজির গড়েছিলেন প্রয়াত বাম নেতা জ্যোতি বসু। তিনি একটানা ২৩ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। এবার সেই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানচন্দ্র রায়ের রেকর্ডকে ছাপিয়ে গেলেন।

এই নতুন মাইলফলক রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘ যাত্রাপথ তাঁর দল তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ও স্থায়িত্বের সাক্ষ্য দেয়।

বিধানচন্দ্র রায় ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের ২০ মে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং এখনও পর্যন্ত সেই পদে বহাল রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *