রাম নাকি রণবীর সিং কার্তিক আরিয়ান বাজিমাত করবেন অনীশ বাজমির নতুন ছবিতে – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
বলিউডের দুই রণবীরের মধ্যে কে অনীশ বাজমির আগামী ছবি ‘রাম অউর শ্যাম’-এর মুখ্য চরিত্রে অভিনয় করবেন, সেই নিয়ে তুঙ্গে জল্পনা। দৌড়ে রয়েছেন রণবীর কাপুর ও রণবীর সিং। তবে সূত্রের খবর, কাস্টিংয়ে উঠে এসেছে কার্তিক আরিয়ানের নামও। যমজ ভাইয়ের এই গল্পটির শ্যুটিং আগামী বছর শুরু হতে পারে।