ঘূর্ণিঝড় ‘মোথা’র তাণ্ডবলীলার আশঙ্কা, সতর্ক বাংলাও – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘূর্ণিঝড় ‘মোথা’ ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। আজ, মঙ্গলবার সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী কাকিনাড়ায় আছড়ে পড়তে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি মছলিপত্তনম থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা ও তামিলনাড়ু প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে। একাধিক বিমান ও ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলারও বেশ কিছু জেলায় দুর্যোগের সতর্কতা জারি হয়েছে। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন তৈরি থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *