প্রেমে প্রতারণা? গলা টিপে খুন করে ফ্ল্যাটে আগুন ধরিয়ে দিল ‘ডাইনি’ প্রেমিকা! দিল্লির ঘটনা হাড় হিম করবে – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির তিমারপুর থানা এলাকায় সম্প্রতি এক চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। গত ৬ অক্টোবর গান্ধী বিহার এলাকার একটি ফ্ল্যাটে এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। প্রথমে পুলিশ এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করলেও, তদন্ত এগোতেই সামনে আসে হাড়হিম করা এক হত্যাকাণ্ড।
পুলিশ এই ঘটনায় মৃত যুবকের লিভ-ইন পার্টনার সহ তার প্রাক্তন প্রেমিক-সহ মোট দু’জনকে গ্রেপ্তার করেছে।
ডিসিজি রাজা বাণ্ঠিয়া খুনের ঘটনাটির রহস্য উন্মোচন করে জানান, ৬ অক্টোবর গান্ধী বিহারের চার তলার ফ্ল্যাট থেকে দগ্ধ দেহটি উদ্ধার হয়। মৃতের নাম রামকেশ মীনা। তিনি রাজস্থানের আলওয়ারের বাসিন্দা। রামকেশ দিল্লিতে এনএসআইটি থেকে বিটেক করার পর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার পর পরই পুলিশ তদন্ত শুরু করে।
সিসিটিভি ফুটেজে খুনের রহস্য উন্মোচন
তদন্তের সময় পুলিশ ফ্ল্যাটের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, কিছু সন্দেহভাজন ব্যক্তি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরেই আগুন লাগে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে একটি বিশেষ দল ফুটেজে দেখা লোকজনের খোঁজ শুরু করে। তাদের মধ্যে একজন যুবতীকে শনাক্ত করা হয়, যার নাম অমৃতা। সে মোরাদাবাদের বাসিন্দা। তদন্তে জানা যায়, ঘটনার সময় তার অবস্থান ফ্ল্যাটের কাছেই ছিল।
অশ্লীল ছবি-ভিডিও! সেই কারণে খুন?
১৮ অক্টোবর পুলিশ অমৃতাকে গ্রেপ্তার করে। পুলিশি জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করে। অমৃতা জানায়, সে রামকেশের সাথে লিভ-ইন সম্পর্কে ছিল। তার অভিযোগ, রামকেশের কাছে তার কিছু অশ্লীল ছবি এবং ভিডিও একটি হার্ড ডিস্কে সংরক্ষিত ছিল। অমৃতা তাকে বারবার সেগুলি মুছে দিতে বললেও রামকেশ রাজি হয়নি। সেই আক্রোশেই অমৃতা তার প্রাক্তন প্রেমিক সুমিত এবং তার বন্ধু সন্দীপের সাথে মিলে প্রথমে রামকেশের গলা টিপে খুন করে। এরপর খুনের ঘটনাটিকে দুর্ঘটনা বলে প্রমাণ করার জন্য ফ্ল্যাটটিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ অমৃতা, তার প্রেমিক সুমিত এবং বন্ধু সন্দীপকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। জানা গেছে, অমৃতা বিএসসি ফরেনসিক সায়েন্সের ছাত্রী। সে খুব চতুরতার সঙ্গে হত্যাকাণ্ডটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর জন্য ফ্ল্যাটে আগুন লাগিয়েছিল, যাতে সে এবং তার সঙ্গীরা সহজেই তদন্তের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে।