চমক দিচ্ছে চুঁচুড়া-সিঙ্গুর-ডানকুনি, জগদ্ধাত্রী পুজোয় কোথায় কত জৌলুস – এবেলা

এবেলা ডেস্কঃ

চন্দননগর ও রিষড়ার বাইরে হুগলির জগদ্ধাত্রী পুজো এখন স্থানীয় উৎসবে পরিণত। চুঁচুড়া, সিঙ্গুর, বৈদ্যবাটি, চণ্ডীতলা, ডানকুনির পুজোয় লেগেছে জাঁকজমকের ছোঁয়া। শাসকদলের পৃষ্ঠপোষকতায় অনেক পুজোতেই আড়ম্বর বেড়েছে। চণ্ডীতলায় শতবর্ষ প্রাচীন পুজো, সিঙ্গুরে মন্ত্রীর উদ্যোগে ভারতনাট্যমের থিম, আবার চুঁচুড়ার মহেশতলায় ঐতিহ্যবাহী ৭৫ বছর পূর্তি। প্রতিটি জায়গায় দেবী সেজে উঠছেন রাজকীয় সাজে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *