❌বড় ধাক্কা কেন্দ্রের! ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে খারিজ আবেদন, টাকা ছাড়ার নির্দেশ – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
১০০ দিনের কাজ নিয়ে বড় ধাক্কা খেল কেন্দ্র। কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখে কেন্দ্রের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কার্যত আধ মিনিটেই আবেদন বাতিল করে দেয়। ফলে রাজ্যে দ্রুত ১০০ দিনের কাজের বকেয়া অর্থ ছাড়তে এবং প্রকল্পটি আবার চালু করতে কেন্দ্রের উপর থাকা বাধা দূর হলো। এই রায়ে রাজ্যের দরিদ্র শ্রমিকদের স্বস্তি ফিরল।