ওয়াশিং মেশিন নেই? মিক্সিতেই কাপড় কাচলেন মহিলা, চরম ‘দেশি জুগাড়’ দেখে মাথায় হাত! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশি ‘জুগাড়’ বা স্বল্প উপকরণে সমস্যার সমাধান করার ক্ষেত্রে ভারতীয়দের জুড়ি মেলা ভার। সম্পদের অভাব হোক বা সময় বাঁচানোর তাগিদ, ভারতীয়দের সৃজনশীলতা প্রায়শই এক একটি চমকপ্রদ উপায় বের করে আনে। এবার তেমনই এক অভাবনীয় ‘জুগাড়’-এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে নেটিজেনদের চোখ কপালে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা কাপড় কাচার জন্য বসেছেন, তবে তাঁর সামনে নেই কোনো ওয়াশিং মেশিন, রয়েছে একটি সাধারণ মিক্সি। ‘দেশি জুগাড়’-এর সমস্ত সীমা অতিক্রম করে ওই মহিলা মিক্সিকে ওয়াশিং মেশিন হিসেবে ব্যবহার করেছেন।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @Madddy17dutta নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, “যখন জুগাড়ু (সৃজনশীল) মাথা চলে, তখন মিক্সিও কাপড় কাচে। দেখুন দিদির কামাল।”
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রথমে মহিলা মিক্সির জারে মগ দিয়ে জল এবং ওয়াশিং পাউডার ঢালছেন। এরপর এক এক করে তাতে কাপড় ঢুকিয়ে মিক্সি চালিয়ে দিয়েছেন তিনি। কাপড় পরিষ্কার করার এই অভিনব পদ্ধতি দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।
जब जुगाड़ू दिमाग़ चले तो मिक्सी भी कपड़े धोने लगे…..
देखिए दीदी का कमाल👇 pic.twitter.com/7uuiBMJofZ— madhulika dutta (@Madddy17dutta) October 27, 2025
ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ব্যবহারকারী তাতে মজার মজার প্রতিক্রিয়া দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “দিদি তো খুব শক্তিশালী জুগাড় বানিয়ে দিয়েছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “হয় মিক্সি যাবে, নয়তো কাপড়, যেকোনো একটিই টিকবে।” অন্য একজন রসিকতা করে লিখেছেন, “কাপড়ের সত্যনাশ করে তবেই শান্ত হবেন।”