খুঁচিয়ে তুললেই জল নয়, মাছ! গ্রামে টিউবওয়েলে আজব কাণ্ডে সবাই হতবাক – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের গাজিপুর জেলার জামসদা গ্রামে টানা বৃষ্টির পর অদ্ভুত এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরে গ্রামের প্রায় ২০-২৫টি বাড়ির হাতপাম্প ও টিউবওয়েল পাম্প করলেই জলের বদলে উঠে আসছে জ্যান্ত মাছ! স্থানীয়দের বিবরণ অনুযায়ী, কাদা-মেশানো হলুদ জলের সঙ্গে লাফিয়ে বেরিয়ে আসছে সিঙি, তেগনা, গিরাই, ও গইজা প্রজাতির ছোট মাছ। গ্রামের বাসিন্দা নন্দু কুশওয়াহার ২৫-৩০ বছরের পুরোনো টিউবওয়েল থেকে একদিনে প্রায় ১.২৫ কেজি পর্যন্ত মাছ বেরিয়ে আসার খবর মিলেছে। অনেকে আবার হাত ধোওয়ার বা স্নানের সময় বালতিতে মাছ পেয়েছেন।
এই বিস্ময়কর ঘটনা দেখতে এখন শুধু জামসদা নয়, আশপাশের গ্রাম থেকেও প্রচুর মানুষ ভিড় করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, লাগাতার বৃষ্টির জেরে মাটির নিচের জলস্তর ও মাছের প্রাকৃতিক আশ্রয়স্থল একত্রিত হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটছে। তবে এর ফলে গ্রামের পানীয় জলের উৎস সম্পূর্ণরূপে দূষিত হয়ে পড়েছে। পানীয় জলের জন্য গ্রামবাসীরা বাধ্য হচ্ছেন রিভার্স ওস্মোসিস (RO) জল কিনে ব্যবহার করতে। এই রহস্যময় প্রাকৃতিক ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞরা।