কোচবিহারে বোমাতঙ্কে রক্ত ঝরল, জখম বধূ-সহ ২ – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের শুকটাবাড়ি। সোমবার সকালে বোমাবাজিতে গুরুতর জখম হয়েছেন এক গৃহবধূ এবং তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির এক আত্মীয়। দু’জনই কোচবিহার মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও প্রাক্তন অঞ্চল সভাপতি সিরাজুল হকের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করেছেন। পুলিশ প্রাক্তন সভাপতির ছেলেকে আটক করেছে।