কচুরিপানা কি সত্যিই ‘বাংলার আতঙ্ক’, না কি গোপন ঔষধি ভাণ্ডার! জানুন বিস্তারিত – এবেলা

এবেলা ডেস্কঃ

নদী-পুকুর দখলকারী আগাছা হিসেবে পরিচিত কচুরিপানা ‘বাংলার আতঙ্ক’ নামেই কুখ্যাত। পরিবেশের জন্য ক্ষতিকর এই জলজ উদ্ভিদ দ্রুত জলাশয়ের অক্সিজেন কমিয়ে জলজ প্রাণীর জীবন বিপন্ন করে তোলে। তবে এই আপাত-ক্ষতিকারক উদ্ভিদটির মধ্যেই লুকিয়ে আছে আশ্চর্য নিরাময় ক্ষমতা, যা এটিকে সাধারণ আগাছা থেকে পরিণত করেছে আয়ুর্বেদের এক মূল্যবান উপাদানরূপে।

কচুরিপানার ফুল ও পাতায় রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ক্যানসার গুণ। বিশেষজ্ঞরা বলছেন, এতে কাজু-বাদামের চেয়েও বেশি পুষ্টিগুণ রয়েছে। এটি সেবন করলে উচ্চ রক্তচাপ, বাত, ব্রঙ্কাইটিস, হজমের সমস্যা, এমনকি স্কার্ভি নিয়ন্ত্রণেও সাহায্য মেলে। একসময় প্রকৃতির জন্য বিপদ বলে গণ্য হওয়া এই কচুরিপানা এখন হয়তো তার গোপন নিরাময়ের ভাণ্ডার উন্মোচন করে ‘প্রকৃতির চিকিৎসক’ হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *