সাপের বিষ নিষ্ক্রিয় করতে এই গাছটি ব্যবহার করুন মাত্র ৫ মিনিটে, জেনে নিন পদ্ধতি – এবেলা

এবেলা ডেস্কঃ
গরম ও বর্ষার সময়ে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামাঞ্চল ও শহরতলির বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারান। আয়ুর্বেদে ‘কাকোরা’ নামক এক বিশেষ গাছের উল্লেখ রয়েছে, যা বহু অঞ্চলে ‘কান্তোলা’ বা ‘কাট্রোল’ নামেও পরিচিত। প্রাচীন বিশ্বাস ও প্রচলিত আয়ুর্বেদ মতে, এই গাছের শিকড়ে রয়েছে বিষনাশক গুণ। জনশ্রুতি আছে, সাপ কামড়ানোর পর যদি সঠিকভাবে কাকোরার শিকড় ব্যবহার করা যায়, তবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিষের প্রভাব অনেকটাই কমে আসে। তবে মনে রাখা জরুরি, যেকোনো বিষক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অপরিহার্য।
জানা গেছে, ব্যবহারের জন্য কাকোরার শিকড় তুলে ভালোভাবে ধুয়ে গুঁড়ো করে নিতে হবে। সাপ কামড়ালে সেই গুঁড়ো এক চা-চামচ পরিমাণ দুধের সঙ্গে মিশিয়ে আক্রান্তকে খাওয়ানোর প্রচলিত নিয়ম রয়েছে। উল্লেখ্য, এই গাছটি ক্ষেত, ঝোপ ও জঙ্গলে সহজে জন্মায় এবং ফল সবজি হিসেবেও ব্যবহার করা হয়। কাকোরা শুধুমাত্র সাপের বিষ নয়, বিছে ও অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ক্ষেত্রেও প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এই গাছটির শিকড়, পাতা ও ফলের ঔষধি গুণ শরীর থেকে বিষের প্রভাব কমাতে সাহায্য করে।