সঙ্কটে ১৭৯৬৫ জন শিক্ষক, জবাব ব্রাত্যর – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলায় ১৭৯৬৫ জন শিক্ষক থাকা সত্ত্বেও স্কুলের ছাত্র ভর্তির সংখ্যা শূন্য? সম্প্রতি কেন্দ্রের একটি রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবি ওঠার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রিপোর্টটিকে ‘মিথ্যা’ বলে সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

কেন্দ্রের রিপোর্টে দাবি করা হয়েছে যে, রাজ্যের ৩৮১২টি স্কুলে একজনও নতুন পড়ুয়া ভর্তি হয়নি, অথচ এই স্কুলগুলিতে ১৭৯৬৫ জন শিক্ষক কর্মরত। এই তথ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল।

তবে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর ‘X’ হ্যান্ডেলে এই দাবিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, “বিজেপি চিরন্তন মিথ্যাবাদী।” রাজ্যের শিক্ষাব্যবস্থার সমর্থনে তিনি আরও যোগ করেন, শুধুমাত্র শেষ শিক্ষাবর্ষেই রাজ্য সরকার সাড়ে পাঁচ লক্ষের অধিক পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করেছে।

শিক্ষামন্ত্রী তাঁর পোস্টে ব্যাখ্যা দেন, পড়ুয়ার সংখ্যা কমার কারণে কিছু স্কুলের শিক্ষক ও বাকি পড়ুয়াদের নিকটবর্তী স্কুলে স্থানান্তর করা হয়েছে। তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, শূন্য ভর্তির স্কুলের সংখ্যা বাড়ার পিছনে শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্বিন্যাসের একটি প্রক্রিয়া কাজ করেছে।

কিন্তু, কেন্দ্রীয় রিপোর্ট বনাম রাজ্যের শিক্ষামন্ত্রীর এই সরাসরি দ্বন্দ্বে সত্যটা ঠিক কী, তা নিয়ে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষ ও শিক্ষাবিদ মহলে। রাজ্যের এত সংখ্যক শিক্ষক ও স্কুলের ভবিষ্যৎ এখন এক বড় প্রশ্নের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *