ক্যান্সার রোধক এই মহৌষধ! পেঁপে পাতার আশ্চর্য ক্ষমতা জানলে অবাক হবেন – এবেলা

এবেলা ডেস্কঃ
পেঁপে পাতার রস কেবল ডেঙ্গু বা প্লাটিলেট বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়, এটি প্রাকৃতিকভাবে বহু রোগ নিরাময়ে কার্যকর। পেঁপে পাতায় থাকা ‘পাপাইন’ এবং ‘সায়মোপাপাইন’ এনজাইম বদহজম, পেট ফাঁপা-সহ হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর করে পাকস্থলীকে সুস্থ রাখে। ভিটামিন এ, সি, ই, কে এবং বি-তে ভরপুর এই পাতা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও চুল পড়া কমাতে সাহায্য করে। এমনকি গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে, পেঁপে পাতার নির্যাস প্রস্টেট এবং স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধি ঠেকাতে শক্তিশালী ভূমিকা দেখিয়েছে, যা একে এক প্রাকৃতিক মহৌষধ হিসেবে তুলে ধরে।
নিয়মিত পেঁপে পাতার রস সেবনে পেশী ও জয়েন্টের ব্যথা কমে এবং এর অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি সৃষ্টিকারী ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্তে শর্করার প্রভাব কমায় এবং ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে রক্ষা করে। সতেজ পেঁপে পাতা ছোট করে কেটে ব্লেন্ড করে ছেঁকে এই রস পান করা যায়। শারীরিক সুস্থতা বজায় রাখতে এবং মারাত্মক রোগ প্রতিরোধে পেঁপে পাতা হতে পারে আপনার দৈনন্দিন খাদ্য তালিকার এক গুরুত্বপূর্ণ অংশ।