সৃজিত মুখার্জী হলিউডে, শার্লক হোমস স্রষ্টার জীবন নিয়ে রহস্য ছবি! – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউড-বলিউড পেরিয়ে এবার হলিউডের পথে পরিচালক সৃজিত মুখার্জি। বিখ্যাত শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে ইংরেজি ছবি পরিচালনা ও সহ-প্রযোজনা করবেন তিনি। লন্ডনে ডয়েলের উত্তরসূরীদের উপস্থিতিতে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ ছবির ঘোষণা করলেন সৃজিত। এটি তাঁর প্রথম ইংরেজি ছবি, যা ডয়েলের কল্পলোক ও বাস্তব জীবনকে এক সুতোয় বাঁধবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *