কোনো কাজ না করেও রাজার হালে বসবাস! বিশ্বের অন্যতম ধনী, বিমানবন্দরহীন এই দেশের রহস্য কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউরোপের অন্যতম ধনী ও সবচেয়ে নিরাপদ দেশ হলো লিচেনস্টাইন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত এই ছোট্ট দেশটির নিজস্ব কোনো বিমানবন্দর বা মুদ্রা নেই, এরা সুইস ফ্রাঙ্ক ব্যবহার করে। আল্পস পর্বতমালার কোলে ছবির মতো সাজানো এই দেশের জনসংখ্যা প্রায় ৩০ হাজার। তবে এই দেশের নাগরিকদের আশ্চর্যের মতো সম্পদ রয়েছে—এতটাই ধনী যে এখানকার মানুষজন সারাজীবন কাজ না করেও স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারেন। কম কর এবং প্রায় শূন্য ঋণের কারণে লিচেনস্টাইন বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে গণ্য হয়।
ছোট্ট এই দেশটি তার সৌন্দর্য আর নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে অপরাধের হার এতটাই কম যে সারা দেশে মাত্র একশো জন পুলিশ অফিসার আছেন এবং জেলবন্দীর সংখ্যা সাতজনের মতো। এখানকার বাসিন্দারা এতটাই নিশ্চিন্তে থাকেন যে রাতে ঘরের দরজায় তালাও দেন না। এই অভাবনীয় তথ্যগুলো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা লিচেনস্টাইনকে অনেকের কাছেই স্বপ্নের দেশ হিসেবে পরিচিত করে তুলেছে।