বিয়েতে ব্লাউজ দিতে দেরি দর্জির! ক্ষতিপূরণ পেতে আদালতে গেলেন মহিলা, তারপর কী হলো? – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
বিয়ের জন্য শখ করে বানাতে দেওয়া ব্লাউজ সময়মতো তৈরি করে দিতে পারেননি আহমেদাবাদের এক দর্জি। বাধ্য হয়ে অন্য পোশাকে অনুষ্ঠানে যান ওই মহিলা। পরে মানসিক হয়রানির অভিযোগে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন তিনি। আদালত দর্জিকে ৭ শতাংশ সুদ সহ অগ্রিম ৪৩৯৫ টাকা ও ক্ষতিপূরণ বাবদ মোট ৭০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে।