জেলাভিত্তিক প্রতিবেদন – এবেলা

এবেলা ডেস্কঃ

চন্দননগরে ইন্দ্রনীলের হোর্ডিং বিতর্ক উধাও, মঙ্গলে মমতার ছবিতে ঢাকল শহর

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আবহে বিধায়ক ইন্দ্রনীল সেনের একক ছবিযুক্ত হোর্ডিং নিয়ে তৈরি হওয়া বিতর্ক মিটল। মঙ্গলবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে চন্দননগরের পুজো মণ্ডপগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদ্ধাত্রী প্রতিমার ছবি সম্বলিত ফ্লেক্স লাগানো হয়েছে। ফ্লেক্সে লেখা, “ধর্ম আমার…ধর্ম তোমার, উৎসব সবার”, যা মন্ত্রীর পূর্বের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উৎসবের জৌলুসে হোর্ডিং বিতর্ক আপাতত চাপা পড়ল।

আপনি কি হুগলি জেলার অন্য কোনো খবর জানতে চান?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *