অবিশ্বাস্য কাণ্ডে তাজ্জব চিকিৎসক থেকে গ্রামবাসী! বিষধর কোবরা সাপকে কামড়ে মেরে ফেলল এক বছরের শিশু – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
বিহারের পশ্চিম চম্পারণের মোহাচ্ছি ব্যাংকটওয়া গ্রামে সদ্য হাঁটা শেখা এক শিশুর হাতে ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। বাড়ির উঠোনে খেলার সময় গোবিন্দ কুমার নামের এক বছরের শিশুটি খেলনা ভেবে একটি জীবন্ত বিষধর কোবরা সাপকে ধরে দাঁতে কামড় বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাপটি নিথর হয়ে মারা যায়। এরপর শিশুটি অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে গোবিন্দকে বেত্তিয়া সরকারি মেডিক্যাল কলেজে রেফার করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে বিষক্রিয়ার কোনো মারাত্মক লক্ষণ দেখা যায়নি এবং সে এখন পর্যবেক্ষণে রয়েছে। এক বছরের শিশুর এমন কাণ্ড দেখে হতবাক চিকিৎসকরাও। এই ঘটনা আবারও ছোট শিশুদের সুরক্ষার বিষয়টি সামনে আনল, যদিও এটি শিশুর সাহসিকতা ও বিরল প্রতিক্রিয়ার এক বিস্ময়কর উদাহরণ।