বংশগত কারণেই কি কোলন ক্যানসার? ৪৫% ঝুঁকি কমাতে জীবনযাত্রায় আনুন এই পরিবর্তন – এবেলা

এবেলা ডেস্কঃ
পেটের সাধারণ সমস্যা ভেবে অনেকেই মলের সঙ্গে রক্তপাতকে উপেক্ষা করেন, যা অনেক সময় কোলন ক্যানসারের মতো গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। ৫০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা গেলেও, পরিবর্তিত জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে ৩০-৩৫ বছর বয়সীদের মধ্যেও এর প্রকোপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বংশগত প্রভাব কোলন ক্যানসারের অন্যতম কারণ; যদি পরিবারের কারো এই রোগ থাকে, তবে অন্যদেরও ঝুঁকি বাড়ে। মানবদেহের মলাশয়ে তৈরি হওয়া পলিপ প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করালে তা ধীরে ধীরে কোলন ক্যানসারে রূপ নেয়। তবে স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে কোলন ক্যানসারের ঝুঁকি প্রায় ৪৫ শতাংশ কমিয়ে আনা সম্ভব বলে জানাচ্ছেন গবেষকরা।
ক্যানসার বিশেষজ্ঞদের মতে, পাইলস বা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে রক্তপাত সাধারণত বাদামী রঙের হয়, কিন্তু মলের সঙ্গে যদি গাঢ় বাদামী বা কালচে লাল রক্ত দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। কোলন ক্যানসার হলে তলপেটে ব্যথাও হতে পারে। রোগটি সময়মতো নির্ণয় এবং চিকিৎসা শুরু করলে আরোগ্য লাভ করা সম্ভব। তাই মলের রং এবং সমস্যার পুনরাবৃত্তির দিকে মনোযোগ দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া অপরিহার্য।