জ্যোতিষের বিরাট ধাক্কা! কুজ দোষে দাম্পত্য জীবনে দুর্যোগ? এই ৬ রাশির জীবন ওলটপালট হওয়ার আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিবাহের কারক গ্রহ মঙ্গল যখনই রাশি পরিবর্তন করে, তার প্রভাব সরাসরি জীবনসঙ্গীর ওপর পড়ে। দাম্পত্য জীবন কেমন চলবে এবং কতদিন স্থায়ী হবে, তার নেপথ্যে বড় ভূমিকা রাখে এই মঙ্গল গ্রহ।

বর্তমানে তুলা রাশিতে অবস্থানরত মঙ্গল গ্রহটি আগামী ২৮ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিজের স্বক্ষেত্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল যখন ১, ২, ৪, ৭, ৮ এবং ১২তম রাশিতে গোচর করে, তখন ‘কুজা দোষ’ বা ‘মাঙ্গলিক দোষ’ সৃষ্টি হয়। মঙ্গলের এই গোচরের ফলে কিছু রাশির জাতক-জাতিকার বৈবাহিক জীবনে সমস্যা বাড়ে। এই সময়কালে স্কন্দ স্তোত্র অথবা সুব্রহ্মণ্যাষ্টকম পাঠ করলে কুজা দোষের প্রভাব কমানো সম্ভব বলে মনে করা হয়।

বিশেষত মেষ, বৃষ, সিংহ, তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির জাতকদের এই সময়ে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।

মেষ রাশি: রাশির অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি মঙ্গল অষ্টম স্থানেই গোচর করছে। এর ফলে দাম্পত্য জীবনে বড়সড় সমস্যা না হলেও কিছু ভুল বোঝাবুঝি ও মতপার্থক্য দেখা যেতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিনের জন্য দূরত্ব বা বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে। ছোটখাটো স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে স্বচ্ছতা বজায় রাখলে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সমস্যা কমতে পারে।

বৃষ রাশি: এই রাশির ক্ষেত্রে সপ্তম স্থানের অধিপতি মঙ্গল সপ্তম স্থানেই অবস্থান করছে। এর ফলে আয়ুষ্কালের ওপর বড় কোনো প্রভাব না পড়লেও, অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর প্রতি অতিরিক্ত রাগ বা অসহিষ্ণুতা দেখানো ঠিক হবে না। দ্রুত কথা বলার অভ্যাসের কারণেও দম্পতিদের মধ্যে বিবাদ ও ঝগড়া হতে পারে। পেশা বা কাজের কারণে অতিরিক্ত ভ্রমণের যোগ থাকায় দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

সিংহ রাশি: এই রাশির চতুর্থ স্থানে মঙ্গলের গোচরের কারণে পরিবারে সুখ-শান্তি কমে যাওয়ার ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবন খুব একটা সুখকর নাও হতে পারে। স্বাস্থ্য সমস্যা, আর্থিক সংকট, পারিবারিক কোন্দল এবং সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে। খাদ্য ও বিনোদনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বিয়ে বা শুভ কাজের চেষ্টা সফল হতে বাধা পেতে পারে।

তুলা রাশি: এই রাশির দ্বিতীয় স্থানে মঙ্গলের গোচরের ফলে মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে। এর কারণে পরিবারে শান্তি ও সুখ-স্বাচ্ছন্দ্য কমতে পারে। সন্তান সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা যেতে পারে। আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। ইগোর সমস্যাও দাম্পত্য জীবনে বাধা সৃষ্টি করতে পারে। প্রত্যাশা অনুযায়ী সুখ নাও মিলতে পারে। পারিবারিক বিষয়ে আত্মীয়দের হস্তক্ষেপ বাড়তে পারে।

বৃশ্চিক রাশি: মঙ্গল গ্রহের এটি নিজস্ব ক্ষেত্র হওয়ায় পারিবারিক বা দাম্পত্য সমস্যা খুব বেশি না-ও হতে পারে। তবে ‘ইগো’-র কারণে ছোটখাটো অসুবিধা আসতে পারে। এই সময় আধিপত্যের মনোভাব বেশি দেখা যেতে পারে। রাগ কমিয়ে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করা দরকার। জীবনসঙ্গীর অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর জন্য অপ্রত্যাশিতভাবে খরচ বেড়ে যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে। তাড়াহুড়ো করে কথা বলার ফলে সমস্যা হতে পারে।

ধনু রাশি: এই রাশির দ্বাদশ স্থানে মঙ্গলের গোচরের কারণে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে। এর ফলে জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি, বা ছোটখাটো দুর্ঘটনার যোগ থাকতে পারে। এই সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা ভালো। জীবনসঙ্গীর দূরবর্তী স্থানে বদলি হওয়া বা ঘন ঘন ভ্রমণের কারণেও সমস্যা হতে পারে। স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি স্বচ্ছতা বজায় রাখলে এবং খোলামেলা আলোচনা করলে সম্পর্ক ভালো থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *