সারাদিন মোবাইল ঘাঁটছেন? দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন, সতর্ক করলেন ডাক্তার – এবেলা

এবেলা ডেস্কঃ
দৈনন্দিন জীবনে স্মার্টফোন ও ল্যাপটপের ব্যবহার বাড়ায় ভার্চুয়াল জগতে আসক্তি বাড়ছে। কিন্তু অতিরিক্ত ডিভাইস ব্যবহারের ফলে যে গুরুতর শারীরিক ক্ষতি হচ্ছে, সে বিষয়ে সাম্প্রতিক একটি গবেষণা উদ্বেগ বাড়িয়েছে। নিউইয়র্কের এক বিখ্যাত ম্যাগাজিনের কলামে প্রকাশিত তথ্য অনুযায়ী, দীর্ঘসময় ধরে মোবাইল বা ল্যাপটপে ঝুঁকে থাকার কারণে ত্বকে দ্রুত বার্ধক্যের ছাপ পড়ছে এবং চেহারার স্বাভাবিক সৌন্দর্যহানি হচ্ছে। এই প্রবণতা বিশেষভাবে সেইসব ব্যবহারকারীদের মধ্যে দেখা যাচ্ছে, যারা একটানা মাথা নীচু করে স্ক্রিনে চোখ রাখেন।
সার্জন ডঃ আলবার্ট উ-এর মতে, সারাক্ষণ মাথা নীচু করে মোবাইল ঘাঁটার কারণে ঘাড়ের অবস্থানের পরিবর্তন হয়, যা দ্রুত ত্বকে বলিরেখা সৃষ্টি করে। তিনি এধরনের সমস্যাযুক্ত ৫৫ হাজার রোগীর চিকিৎসা করেছেন এবং প্রতি বছর রোগীর সংখ্যা ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন। নিজেদের সৌন্দর্য ধরে রাখতে এবং ফিট থাকতে হলে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং অবশ্যই পরিমিতির সীমা বজায় রাখা একান্ত জরুরি।