শাবক হোমসের স্রষ্টাকে নিয়ে ইংরেজি ছবি পরিচালনায় সৃজিত – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউড-বলিউড পেরিয়ে এবার পশ্চিমি বিনোদুনিয়ায় পা রাখলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথমবার ইংরেজি ছবি ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ পরিচালনা করতে চলেছেন তিনি। শার্লক হোমস-এর সৃষ্টিকর্তা আর্থার কোনান ডয়েলের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হবে এই ব্রিটিশ-ভারতীয় যৌথ প্রযোজনার ছবিটি। লন্ডন থেকে ছবির ঘোষণা করলেন সৃজিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *