অবিশ্বাস্য তথ্য পৃথিবী তৈরি হওয়ার নেপথ্যে আসলে এই গ্রহ – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীদের এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। গ্রহটি না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকত না। গবেষকরা জানান, প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে বৃহস্পতি এক ‘প্রতিরোধক প্রাচীর’ হিসেবে সূর্যের দিকে গ্যাস-ধূলিকণার প্রবাহ আটকে দেয়। এর ফলেই শিলা-গ্রহ গঠনের উপাদানগুলো সংরক্ষিত হয় এবং পৃথিবী জন্ম নেয়। বিজ্ঞানীরা বৃহস্পতিকে অভ্যন্তরীণ সৌরজগতের ‘স্থপতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।