‘ট্রেলার দেখিয়েছি, এবার সিনেমা দেখাবো!’: উত্তাপ ছড়ালেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৩ সালে দিল্লিতে বকেয়া অর্থ দাবি করে তৃণমূল কংগ্রেস যে ধর্না দিয়েছিল, তাকে ‘ট্রেলার’ বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এবার রাজ্যের মানুষ গোটা ‘সিনেমা’ দেখতে পাবেন।

পশ্চিমবঙ্গে SIR (সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট) চালু হওয়া প্রসঙ্গে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি এফআইআর (FIR) দায়ের করার দাবি তুলেছেন। সম্প্রতি জলহাটিতে ‘এনআরসি (NRC) ও এসআইআর (SIR)-এর ভয়ে’ প্রদীপ কর নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাকে উল্লেখ করে এই বিস্ফোরক দাবি করেন তিনি। তাঁর যুক্তি, এনআরসি চালু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, আর এসআইআর চালু করেছেন সিইসি জ্ঞানেশ কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বেনজির আক্রমণ করে কার্যত হুঁশিয়ারির সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকার বদল হবে। তখন কোথায় যাবেন জ্ঞানেশ কুমার? দেশ ছেড়ে পালাতে পারবে না। কারণ যেখানেই যাবেন, সেখান থেকেই মাটি খুঁড়ে বের করা হবে। ওনার অনেক কিছু আমরা জানি। খেলা আপনারা শুরু করলেন, আমরা শেষ করব। আপনাদের চক্রান্ত গোটা দেশ ধরে ফেলেছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে থেকেই কেন্দ্রের বকেয়া অর্থ ও কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে সরব ছিল তৃণমূল। এবার এসআইআর ও এনআরসি-র প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই আক্রমণ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলল।

পরবর্তী পদক্ষেপ হিসেবে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনের ‘সিনেমা’ ঠিক কী হতে চলেছে এবং এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি ও নির্বাচন কমিশনের কী প্রতিক্রিয়া আসে, সেই দিকে নজর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *