টানা বৃষ্টি শেষে এসি চালাচ্ছেন? বিস্ফোরণ এড়াতে এই কাজগুলি আজই করুন – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ষার লাগাতার দাপটে দেশের বহু জায়গায় এবার এসি বন্ধ ছিল দীর্ঘ দিন। তবে বৃষ্টি কমলেই ফের গরম বাড়তে শুরু করবে। এই পরিস্থিতিতে অনেক দিন পর এয়ার কন্ডিশনার (এসি) চালু করার আগে সতর্ক থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর যন্ত্রাংশের গোলযোগ বা ময়লা জমে যাওয়ার কারণে এসি বিস্ফোরণের মতো বড়সড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। তাই এই ধরনের বিপত্তি এড়াতে সামান্য সচেতনতা অবলম্বন করা আবশ্যক। এসির নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতেই হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর এসি পুনরায় চালু করার আগে অবশ্যই পেশাদার টেকনিশিয়ানের সাহায্যে সম্পূর্ণ সার্ভিসিং করিয়ে নিন। অভ্যন্তরীণ যন্ত্রাংশ যেমন এয়ার ফিল্টার এবং এসির ভিতরের নেট পরিষ্কার করে নিতে হবে। এর পাশাপাশি, আউটডোর ইউনিটের ফ্যান এবং পুরো ইউনিটটিও সঠিকভাবে পরিষ্কার করা দরকার। সবথেকে গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ সংযোগের তারে কোনও সমস্যা আছে কি না তা নিশ্চিত করে নিন, কারণ শর্ট সার্কিট থেকেই বড়সড় বিপদ ঘটতে পারে। সামান্য সতর্কতা আপনার মূল্যবান যন্ত্রের ক্ষতি এবং অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে।