অন্ধরে লুকিয়েছিল কোটি টাকার সোনা; তরুণীর অন্তর্বাসে দেখে চমকে গেল পুলিশ – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
দিল্লি বিমানবন্দরে সোনা পাচারের অভিনব কৌশল ফাঁস। সম্প্রতি মায়ানমার থেকে আসা এক তরুণীর অন্তর্বাস থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা মূল্যের ১ কেজি সোনা। একই সপ্তাহে দুবাই ফেরত আরেক যুবকের জলের বোতলের ঢাকনাতেও মিলেছে ২০ লক্ষ টাকার সোনা। উৎসবের আবহে পরপর এমন ঘটনায় কঠোর করা হয়েছে নিরাপত্তা।
Customs, IGI Airport Date: 24.10.2025
Operation: AIU, IGI Airport, New Delhi
Seizure: 996.5 grams Gold BarsThe officers of airport customs preventive, IGI airport, New Delhi have booked a case of smuggling of gold on 24-10-2025, against one foreign national passenger, arrived… pic.twitter.com/HNTr8dwSUV
— Delhi Customs (Airport & General) (@AirportGenCus) October 25, 2025