ব্যাট হাতে নয়, শামি ঝড়ে রঞ্জি ট্রফিতে গুজরাট বধ বাংলার, ফিরেই কামাল শাহবাজের – এবেলা

এবেলা ডেস্কঃ

রঞ্জি ট্রফিতে মহম্মদ শামি ও শাহবাজ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে গুজরাটকে ১৪১ রানে সরাসরি হারাল বাংলা। ইডেনের এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে বঙ্গ ব্রিগেড তুলে নিল পুরো ১২ পয়েন্ট। দ্বিতীয় ইনিংসে শামি একাই তুলে নিলেন ৫ উইকেট, আর শাহবাজ পেলেন ৩ উইকেট। উর্বির প্যাটেলের শতরান সত্ত্বেও গুজরাট ১৮৫ রানে গুটিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *