বিহার-বাংলা দুই রাজ্যের ভোটার তালিকায় নাম! নির্বাচন কমিশনকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন পিকে – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর, যিনি ‘পিকে’ নামেই পরিচিত, সম্প্রতি বিহার ও পশ্চিমবঙ্গ—এই দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন। এই প্রসঙ্গে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকার ওপরও প্রশ্ন তুলেছেন।

দুই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে পিকে জানান, তিনি ২০১৯ সাল থেকে বিহারের কারগাহার বিধানসভা কেন্দ্রের একজন নিয়মিত ভোটার। তিনি স্বীকার করেন যে, মাঝে দু’বছরের জন্য যখন তিনি কলকাতায় ছিলেন, তখন সেখানে একটি ভোটার কার্ড তৈরি করিয়েছিলেন। তবে তাঁর দাবি, ২০২১ সাল থেকেই তিনি আবার কারগাহার বিধানসভা কেন্দ্রেই ভোট দিয়ে আসছেন।

এই বিতর্ক নিয়ে নিজের বক্তব্য পেশ করার পর প্রশান্ত কিশোর নির্বাচন কমিশনকে পাল্টা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, ‘যদি নির্বাচন কমিশনই বলে যে আমার অন্য জায়গাতেও ভোটার হিসেবে নাম রয়েছে, তাহলে কেন এসআইআর (SIR) করে সবাইকে বিরক্ত করা হচ্ছে?’ তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে দ্রুত এই বিষয়টি নিষ্পত্তির জন্য কমিশনকেই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *