কোথায় পেলেন এমন বিশাল নীল ডিম? ৫০ দিন পরে ডিম ফুটে যা বেরোল, দেখে তাজ্জব দম্পতি – এবেলা

এবেলা ডেস্কঃ
সিডনির এক দম্পতি পার্কে হাঁটার সময় ঝোপের আড়ালে একটি অস্বাভাবিক ঘন নীলরঙের ডিম দেখতে পান। সাধারণ ডিমের থেকে প্রায় দশ গুণ বড় আকারের এই ডিমটি দেখে তাঁরা কৌতূহলী হয়ে ওঠেন এবং সেটিকে বাড়িতে নিয়ে আসেন। নীলচে-সবুজ রঙের এই ডিম থেকে কী প্রাণী বেরোতে পারে, সেই জিজ্ঞাসা নিয়ে তাঁরা ডিমটি সযত্নে ইনকিউবেটরে রেখে দেন। তাপমাত্রা, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ও প্রতিদিন ডিমটি ঘুরিয়ে তার যত্ন নেওয়া হয়।
দীর্ঘ ৫০ দিন অপেক্ষার পর, সেই ডিমটি অবশেষে ফেটে বেরিয়ে আসে একটি ফুটফুটে এমু পাখির ছানা। ইন্টারনেটে খোঁজাখুঁজির পর দম্পতি জানতে পারেন যে এটি আসলে বিশালাকার এমু পাখির ডিম ছিল। তাঁরা ভালোবেসে ছানাটির নাম রাখেন ‘ব্লু’। এই পুরো ঘটনাটির ভিডিও নেট মাধ্যমে আপলোড করার পরই তা ভাইরাল হয়ে যায়, যা ইতিমধ্যে ১০ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।