ট্রেনের কামরায় UPI প্রতারণা: টাকা ট্রান্সফারের ফাঁদে পড়েই খোয়ালেন লক্ষাধিক টাকার ঘড়ি! – এবেলা

এবেলা ডেস্কঃ
সম্প্রতি ভারতীয় রেলের এক কামরায় অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে, যা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা গিয়েছে, ট্রেনের মধ্যে এক ব্যক্তি অপর যাত্রীকে মিথ্যাভাবে জানান যে তিনি ইউপিআই (UPI) পেমেন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করেছেন, কিন্তু প্রাপকের কাছে তা পৌঁছায়নি। এই অজুহাতে তিনি ভুক্তভোগীর সঙ্গে কথোপকথন শুরু করেন এবং দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার ভান করেন। এরপরই সুযোগ বুঝে প্রতারক অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই যাত্রীর হাত থেকে লক্ষাধিক টাকা দামের একটি ঘড়ি ছিনতাই করে চম্পট দেয়। এই ঘটনা প্রমাণ করে দিল যে ট্রেনের কামরায় সাধারণ যাত্রীরা কীভাবে নতুন ধরনের আর্থিক প্রতারণা ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন।
এই অপ্রত্যাশিত ঘটনাটি যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। রেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এমন প্রতারণামূলক কার্যকলাপ রুখতে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিক, যাতে রেলযাত্রা আরও সুরক্ষিত হয়—এইটাই এখন সাধারণ মানুষের প্রধান দাবি। রেলের কামরায় সার্বিক নজরদারি বাড়ানোর পাশাপাশি এই ধরনের ইউপিআই-সংক্রান্ত প্রতারণার বিষয়ে সচেতনতা প্রচার করাও এখন অত্যন্ত জরুরি। কর্তৃপক্ষ দ্রুত দোষীকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।