পিকে-র উপর কমিশনের খাঁড়া দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায় বিপাকে ভোটকুশলী – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
প্রাক্তন ভোটকুশলী ও জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে (পিকে) নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বিহারের সাসারামের করহগর এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর এই দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকায় তাঁর জবাবদিহি চেয়েছে কমিশন। নির্বাচনী আইনের ১৭ ধারা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। প্রশান্ত কিশোর ২০২১ সালে তৃণমূলের ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন।