রক্ত গ্রুপ ‘O’ হলেই হার্ট অ্যাটাকের ভয় কম? রিপোর্টে যা জানালো বিজ্ঞানীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ
ব্যস্ত এবং চাপযুক্ত আধুনিক জীবনযাত্রায় হৃদরোগের (Heart Diseases) ঝুঁকি ক্রমশ বাড়ছে। তবে সম্প্রতি একটি গবেষণা রিপোর্টে এমন একটি তথ্য সামনে এসেছে, যা অনেকের মনেই কৌতূহল জাগাবে। গবেষণা অনুযায়ী, কিছু বিশেষ ব্লাড গ্রুপ রয়েছে, যাদের মধ্যে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রশ্ন উঠছে, আপনার রক্ত গ্রুপটি কি সেই তালিকায় আছে?
রক্ত গ্রুপ ও হৃদরোগের সম্পর্ক: কী বলছে গবেষণা? ‘আর্টেরিওস্ক্লেরোসিস, থ্রম্বোসিস অ্যান্ড ভাস্কুলার বায়োলজি’ নামক জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, রক্ত গ্রুপ (Blood Group) এবং কার্ডিওভাসকুলার রোগের (Cardiovascular Disease) মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। গবেষণায় দেখা গেছে, যাদের রক্ত গ্রুপ ‘O’ (ও), তাদের মধ্যে করোনারি হার্ট ডিজিজ বা সিএইচডি-এর (Coronary Heart Disease) ঝুঁকি অন্য গ্রুপগুলির (A, B বা AB) তুলনায় যথেষ্ট কম।
নন-ও গ্রুপে ঝুঁকি বেশি কেন? এই গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, যাদের নন-ও ব্লাড গ্রুপ (অর্থাৎ A, B এবং AB), তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওরের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বিজ্ঞানীরা দেখেছেন, নন-ও গ্রুপের ব্যক্তিদের মধ্যে সিএইচডি-এর ঝুঁকি গড়ে প্রায় ১১ শতাংশ বেশি থাকে, যা ক্ষেত্রবিশেষে ৬ শতাংশ থেকে ২৩ শতাংশ পর্যন্তও হতে পারে।
‘O’ গ্রুপের মানুষদের সুবিধা কোথায়? বিশেষজ্ঞদের মতে, ‘O’ গ্রুপের রক্তে কিছু রক্ত জমাট বাঁধায় সাহায্যকারী উপাদান, যেমন ‘von Willebrand factor’ এবং ‘factor VIII’-এর মাত্রা কম থাকে। এর পাশাপাশি, এই গ্রুপের লোকেদের মধ্যে কোলেস্টেরল এবং শরীরের অভ্যন্তরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন-এর (Inflammation) মাত্রাও নিয়ন্ত্রণে থাকার প্রবণতা দেখা যায়। এই কারণগুলি সম্মিলিতভাবে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
স্ট্রোকের ক্ষেত্রেও কি একই প্রবণতা? গবেষণাটিতে স্ট্রোকের ঝুঁকির উপর রক্ত গ্রুপের প্রভাবও পরীক্ষা করা হয়েছে। এতে দেখা যায়, ৬০ বছর বয়সের আগে স্ট্রোক হওয়ার ক্ষেত্রে ‘A’ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিদের ঝুঁকি বেশি থাকে। অন্য দিকে, এই ক্ষেত্রেও ‘O’ গ্রুপ সম্পন্ন ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে কম বলে প্রমাণিত।
বিশেষজ্ঞদের পরামর্শ গবেষকরা মনে করছেন, বিভিন্ন রক্ত গ্রুপে রক্ত জমাট বাঁধার (Clotting) প্রবণতা এবং প্রদাহের মাত্রার পার্থক্যের উপরই হৃদরোগের ঝুঁকি নির্ভর করে। নন-ও গ্রুপের রক্তে ক্লোটিং ফ্যাক্টর বেশি থাকায় রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়ে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের কারণ হতে পারে। যদিও রক্ত গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয়, তবুও এই তথ্য জেনে নন-ও গ্রুপের বিশেষত A, B এবং AB রক্ত গ্রুপ সম্পন্ন মানুষদের নিজেদের হৃদস্বাস্থ্যের প্রতি আরও সতর্ক থাকতে হবে। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, সুষম খাদ্য গ্রহণ, ব্যায়াম এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক।