চুল গজাবে ২০ দিনে! টাক মাথায় নতুন প্রাণের সঞ্চার করবে এই সিরাম – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ২০ দিনে নতুন চুল গজানোর দাবি করে এক ‘রাব-অন’ সিরাম তৈরি করেছেন। ইঁদুরের উপর সফলভাবে পরীক্ষায় গবেষকরা আশাবাদী যে, এটি মানুষের টাক মাথায়ও কার্যকর হবে। এই সিরাম ‘হাইপারট্রাইকোসিস’ প্রক্রিয়া অনুসরণ করে চুলের স্টেম সেলকে সক্রিয় করে নতুন চুল জন্ম দেয়। যদিও মানুষের ব্যবহারের জন্য সিরামটির চূড়ান্ত অনুমোদন এখনও বাকি।