SIR নিয়ে শুভেন্দুর দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ
‘স্যার’ (SIR) নিয়ে এবার চূড়ান্ত দাবি জানালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ‘স্যার কেউ আটকাতে পারবে না।’ তাঁর কথায়, ‘স্যার হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা, যা আগেও হয়েছে। আমরা বলেছিলাম স্যার হবেই।’ এই ঘোষণার পাশাপাশিই তিনি রাজ্যের হিন্দু সমাজকে একসঙ্গে থাকার আবেদন জানিয়েছেন।
শুভেন্দু অধিকারীর মূল দাবি হলো, ‘স্যার’ কার্যকর হলে রাজ্যের ভোটার তালিকা থেকে কমপক্ষে ১ কোটি ‘ভুয়ো ভোটার’ বাদ পড়বে। বিরোধী দলনেতার স্পষ্ট ইঙ্গিত, এই বাদ যাওয়া ভোটাররা মূলত ‘রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম’। তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
তবে একই সঙ্গে শুভেন্দু অধিকারী এই আশ্বাসও দিয়েছেন যে, এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী বা ভারতীয় মুসলিম, কারও নামই ভোটার তালিকা থেকে বাদ পড়বে না। তাঁর দাবি, এটি শুধুমাত্র ভোটার তালিকা থেকে ভুয়ো বা অবৈধ নাম বাদ দিয়ে একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করবে।
এই ‘স্যার’ (Systematic Information Retrieval) প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের। শুভেন্দু অধিকারীর এই জোরদার ঘোষণা রাজ্যের ভোটার তালিকা এবং ভোট রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।