রুপো নিয়ে পদক্ষেপ আরবিআইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ
সোনার পর এবার রুপো বন্ধক রেখেও ব্যাঙ্ক থেকে ঋণ (Bank Loan) পাওয়ার পথ খুলে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কো ম্পা নি বা এনবিএফসি-তে (NBFC) এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা বড় সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
আরবিআই-এর জারি করা নতুন নির্দেশিকা অনুসারে, রুপোর গয়না বন্ধক রেখে সর্বাধিক ১০ কেজি পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। তবে রুপোর কয়েন বন্ধক রাখার ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৫০০ গ্রাম। এটি সোনার ঋণের মতোই একটি স্বল্পমেয়াদী ঋণ প্রকল্প।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রাহকরা রুপোর বার বা বুলিয়ান সিলভার (Bullion Silver) বন্ধক রাখতে পারবেন না। শুধুমাত্র রুপোর গয়না ও কয়েনের উপরই এই ঋণ প্রযোজ্য হবে। এই পদক্ষেপ দেশের আর্থিক খাতে নতুন গতি আনবে এবং সংকটের সময় সাধারণ মানুষের হাতে দ্রুত নগদ টাকা পৌঁছানোর একটি নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।