৪ গোলে জয় ইস্টবেঙ্গলের – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
সুপার কাপের প্রথম ম্যাচে গোয়ার ডেম্পো স্পোর্টস ক্লাবের কাছে আটকে গিয়ে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। তবে মঙ্গলবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল অস্কার ব্রুজোনের ছেলেরা। এদিন মারগাওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করল লাল-হলুদ ব্রিগেড।
এই দাপুটে জয়ে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করে নজর কাড়লেন উইঙ্গার বিপিন সিং। ম্যাচের শুরুতেই দলকে প্রথম এগিয়ে দেন দলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। এরপর বিপিনের দুই গোলের পর শেষ পেরেকটি পুঁতে দেন জাজল স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। লাল-হলুদ জার্সি গায়ে এদিনই প্রথম গোল করলেন তিনি। বড় ব্যবধানের এই জয়ে সুপার কাপের মূল পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল।