কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না: কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে কোনও বৈধ ভোটারের নামই বাদ পড়বে না। ভোটার তালিকা নিয়ে চলা জল্পনার মধ্যেই অবশেষে এই বিষয়ে মুখ খুলে বড় আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। ‘সিঙ্গল ইনফরমেশন রেকর্ড’ (SIR) নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলেই তিনি জানিয়েছেন।
জানা গিয়েছে, এবার থেকে রাজ্যের প্রত্যেক ভোটারের জন্য থাকবে আলাদা কিউআর কোড (QR Code)। এই বিষয়ে নির্বাচন কমিশন বেশ তৎপর। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের (এনুমেরেশন) ফর্ম দেওয়ার কাজ শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)।
নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ১২টা থেকে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা হয়েছে। ২০০২ সালের ভোটার সংখ্যার সঙ্গে বর্তমান তালিকা মিলিয়ে দেখা হয়েছে। এই মুহূর্তে রাজ্যে মোট ভোটার সংখ্যা হল ৭ কোটি ৬৬ লক্ষ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোর দিয়ে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নিয়ম মেনে চললে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রশ্নই নেই। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এই পদক্ষেপগুলি নিঃসন্দেহে ভোটারদের মনে নতুন করে কৌতূহল জাগিয়েছে।