স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারেনা, জানেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রার্থীরা যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ারদের মুখোমুখি হন তাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। অনেক সময় তারা সহজ প্রশ্নেরও উত্তর দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। এদিকে তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন যা শুনে কঠিন মনে হলেও, উত্তর ততটাই সহজ। এবার তেমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

১) প্রশ্ন: কোন শব্দকে আমরা লিখতে পারি, কিন্তু পড়তে পারি না?
উত্তর: আপনি যে ভাষা জানেন না, দেখে দেখে লিখতে পারবেন কিন্তু যেটা লিখলেন সেটা পড়তে পারবেন না।

২) প্রশ্ন: ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর: ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হল বরিবন্দর, যা আজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত।

৩) প্রশ্ন: পৃথিবীর একমাত্র কোন দেশের পতাকার চৌকো নয়?
উত্তর: নেপাল।

৪) প্রশ্ন: ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মহারাষ্ট্র।

৫) প্রশ্ন: সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি?
উত্তর: তেলেঙ্গানা। (অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে)

৬) প্রশ্ন: একটা হাতির বাচ্চা তার মায়ের পেটে কতদিন থাকে?
উত্তর: ৬৪৫ দিন।

৭) প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন চালু হয় কোন রাজ্যে?
উত্তর: পাঞ্জাব।

৮) প্রশ্ন: নোকিয়া কো ম্পা নিটি কোন দেশের?
উত্তর: ফিনল্যান্ড।

৯) প্রশ্ন: কে মাঝ রাতে আসে আর মাঝরাতেই চলে যায়?
উত্তর: তারিখ।

১০) প্রশ্ন: কোন রাজ্যের গোল্ড চিত্রকলা GI ট্যাগ পেলো?
উত্তর: মধ্যপ্রদেশ

১১) প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: দক্ষিণ ২৪ পরগনা।

১২) প্রশ্ন: ভারতের প্রথম বিমানবন্দর কোনটি?
উত্তর: ভারতের প্রথম বিমানবন্দর ১৯১৯ সালে এলাহাবাদে নির্মিত হয়েছিল। এটি দেশের প্রথম বিমানবন্দর।

১৩) প্রশ্ন: স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারেনা?
উত্তর: স্বপ্ন।

১৪) প্রশ্ন: ভারতের শুষ্কতম স্থানের নাম কী?
উত্তর: রাজস্থানের বিকানি জেলার ব্রিয়াওয়ালী (৫৬°সে)।

১৫) প্রশ্ন: ভারতের শুষ্কতম স্থানের নাম কী?
উত্তর: রাজস্থানের বিকানি জেলার ব্রিয়াওয়ালী (৫৬°সে)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *