অভূতপূর্ব! তেজস্বীর ইস্তাহারে কী এমন ঘোষণা, যা NDA-কে চাপে ফেলবে? – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদব আজ বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবেন। ইস্তাহারে মূলত বর্তমান এনডিএ সরকারের ‘ব্যর্থতা’ তুলে ধরার ওপর জোর দেওয়া হয়েছে। আসন বন্টন নিয়ে শুরুতে মতবিরোধ থাকলেও, বুধবার রাহুল গান্ধী ও তেজস্বী যৌথভাবে দুটি নির্বাচনী জনসভা করবেন। ‘মহাগাঁটবন্ধন’ ক্ষমতায় এলে পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।